কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আশনপুর ব্রিজসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত ওমর ফারুক হৃদয় (২৩) করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বকরের ছেলে। করিমগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।
স্থানীয় ইউপি মেম্বার নাজিম উদ্দিন জানান, দুপুরে হৃদয়সহ কয়েকজন মিলে অটোরিকশায় করে ঘুরতে বের হয়েছিলেন। আশনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/মুসা