বাস ও সিএনজি মালিক সমিতির বিরোধ মেটাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে করা অবরোধ প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
মারধরের শিকার তিন শিক্ষার্থী তানজিল আজাদ, রবিউল ইসলাম ও তরিকুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষার্থীরা জানায়, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ছোট ব্রীজ (খয়রাবাদ সেতু) ঢালে বেলা ১১ টার দিকে বাস মালিক সমিতি ও সিএনজি মালিক-শ্রমিক সমতির মধ্যে বাক-বিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থী সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তখন বাস মালিক সমিতির কিছু লোক বাঁশ ও লাঠি দিয়ে শিক্ষার্থীদেরকে মারধর করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে বিষয়টি শিক্ষার্থীরা জানতে পারলে তারা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে সহপাঠীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দিলে ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এতে দক্ষিণের জেলাগুলোর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জানিয়েছেন, শিক্ষার্থীদের উপর বাসের লোকজন নয়, সিএনজি শ্রমিকরা হামলা করেছে। এতে শিক্ষার্থীসহ তাদেরও তিনজন শ্রমিক আহত হয়েছে। তারাও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে জিয়া উদ্দিন সিকদার বলেন, সড়কে যান চলাচলে নিরাপত্তা বোধ না করলে তারা ধর্মঘটে যাবেন।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সিএনজি ও বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্য মারামারি থামাতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, শিক্ষার্থীদের মারধরের ঘটনা শুনে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেনাবাহিনী ও পুলিশও ঘটনাস্থলে আসে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ