কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মূল সতাল কান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূল সতাল কান্দা গ্রামের আব্দুল জব্বার, রেনু, কুতুব ও তাদের লোকজনের সঙ্গে একই গ্রামের আবাল হোসেন, এরশাদ, আরশাদ, হুমায়ুন ও আবুল হাসেমের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে একটি পক্ষ জমিতে কাজ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই