কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জান্নাত আরা (৪০) স্থানীয় ফজল করিমের স্ত্রী। তিনি চার মেয়ে ও দুই ছেলের জননী। রাতে বাড়ির উঠানে চুল্লিতে ধোঁয়া দিয়ে তামাকপাতা শুকানোর সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, জান্নাত আরার বাড়ির উঠানে একটি তামাকচুল্লি রয়েছে। রাতে এই চুল্লিতে তামাকপাতা শুকানোর সময় হঠাৎ একটি বন্য হাতি আক্রমণ করে জান্নাত আরাকে। হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক হাতির আক্রমণে জান্নাত আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ে হাতির চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এ কারণে বন্য হাতিগুলো বারবার বসতঘরে ও ফসলের খেতে আক্রমণ করছে।
এদিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বিটের মোজাহেরঘোনা নামক এলাকায় গত বৃহস্পতিবার হাতির আক্রমনে আনোয়ার বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আনোয়ারা বেগম ইসলামপুর ইউনিয়নের পূর্বঘোনাপাড়ার সিএনজি চালক মোহাম্মদ হোসেনের স্ত্রী।
বিডি প্রতিদিন/জামশেদ