ভোলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ভোলা শহরের শীশমহল হোটেলের পাশে খালপাড় রোডে হামলার ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিকরা হলেন-দৈনিক ভোলা টাইমস-এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশ–এর সম্পাদক বিজয় বাইন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত সাংবাদিক বিজয় বাইন জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. অলিউল্লাহ মিশন থেকে ফিরে তার ভাই কালিমুল্লাহ ও হাবিবুল্লাহকে টাকা দিয়েছেন ব্যবসার জন্য। ওই টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারা হয়েছে। এমন অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য ঘটনা স্থলে গেলে কালিমুল্লাহ এবং তার ভাই হাবিবুল্লাহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের ওপর হামলা করে।
এ ঘটনায় ভোলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
ভোলা থানার ওসি হাচনাইন পারভেজ জামান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ ভোলায় কর্মরত সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/নাজিম