বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
এরা দুজন হলেন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাসুদ (৫২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর রাজকুন্তি গ্রামের জিয়া উদ্দিন (৪৮)।
র্যাব সূত্র জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
অপরদিকে বেলা সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়া উদ্দিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ৭ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, গ্রেফতার আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল