‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সপ্তমবারের মতো ময়মনসিংহের ভালুকায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভুঞা’র নেতৃত্বে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এদিন র্যালির আগে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভুঞা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডল, ইসলামিক ফাউন্ডেশন ভালুকা উপজেলার ফিল্ড সুপারভাইজার আ ন ম মাহফুজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ্ প্রমূখ।
বিডি প্রতিদিন/জামশেদ