মুন্সিগঞ্জ সদরে একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মো. এমরান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ মার্চ) ভোরে সদর উপজেলার কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান লক্ষীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মিন্টু মিয়ার ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চললে কোমড়ে রশি বেঁধে কাজ করছিলো শ্রমিক এমরান। আকস্মকি রশি ছিঁড়ে নীচে পড়ে যায় সে। তাৎক্ষণিক তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ