চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের দুই উপজেলা থেকে নতুন চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে জেলায় ২৮টি টিম কাজ করছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ২৪ ঘণ্টায় মধুপুর থেকে দুইজন ও গোপালপুর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ পর্যন্ত ডেভিল হান্ট অপারেশনে টাঙ্গাইল জেলায় মোট ৯২ জনকে গ্রেফতার করা হলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন