নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পাঁকা মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিফা ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা মহাবিদ্যালয় কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এই অধ্যক্ষ আওয়ামী লীগের লোকজনের প্রভাব দেখিয়ে একক সিদ্ধান্ত নিয়ে নিয়োগ দিতেন। অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা করেছেন। কলেজে কোনও কমিটি নেই। কাউকে তোয়াক্কা না করে নিজের পচ্ছন্দের প্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ দেন। সম্প্রতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির নামে জোরপূর্বক প্রায় দেড় লাখ টাকা আদায় করেছেন। এছাড়াও বিভিন্ন সময় দাফতরিক কাজের অজুহাতে শিক্ষকদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায়, মহাবিদ্যালয়ের ফ্যাসিলিটিজ বিল্ডিং বরাদ্দের নামে শিক্ষকদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় এমনকি কলেজের যাবতীয় আয় কোষাগারে না রেখে পুরোটাই লোপাট করা হয়েছে। আমরা এ দুর্নীতিবাজ শিক্ষকের অপসারণ চাই।
ভুক্তভোগী পিয়ন আবুল খায়ের বলেন, দীর্ঘদিন আমি এ কলেজে পিয়নের চাকরি করেছি। অবসরের পর আমার কাগজপত্র অনলাইনে পাঠাতে অধ্যক্ষের স্বাক্ষরের জন্য যাই। তিনি স্বাক্ষর করতে আমার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। পরে বাধ্য হয়ে আমি টাকা দিয়ে তার স্বাক্ষর নিই। আমি এ চাঁদাবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবি জানাই।
অভিযুক্ত পাঁকা মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিফা ইসলাম বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মিম তাবাসসুম প্রভা জানান, আমি এই বিষয়ে অভিযোগ পেয়েছি। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/একেএ