ঠাকুরগাঁওয়ে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৮তম জন্মবার্ষিকী ও বিপি দিবস ২০২৫ পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের কালেক্টর স্কুল থেকে একটি বণার্ঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন স্কুলের স্কাউটস-কাব এর শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশ স্কাউটস এর এল.টি জালাল উদ্দীন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও স্কাউটস এর এলটি আখতারুজ্জামান সাবুসহ স্কাউটস এর অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্কাউটস আন্দোলনে প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর বিষয়ে আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন