কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।
এদিন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ কমিউনিস্ট পার্টি, বাসদ, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে।
এদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে নানা কর্মসূচি। শুক্রবার বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে শুরু হবে সাতদিনব্যাপী বইমেলা।
বিডি প্রতিদিন/নাজিম