মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন ও সর্বস্তরের জনতা।
একুশের প্রথম প্রহরে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা শহীদ মিনারের পাদদেশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর পরই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম শহীদ মিনারে পুষ্পমাল অর্পণ করেন। পরে জেলা প্রশাসককে সাথে নিয়ে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীউল হক, এবং জেলার মুক্তিযোদ্ধা, জেলা বিএনপির দুই গ্রুপ, র্যাব, স্বাস্থ্য বিভাগ, সদর উপজেলা পরিষদ, আনসার ভিডিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর জেলা খাদ্য বিভাগ, জেলা নির্বাচন অফিস, মেহেরপুর পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমালা অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ