আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম এবং সঞ্চলনায় ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্যবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত