লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলা-গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ২৭৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪ আগস্ট অভিযুক্তরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলা ও গুলি চালায়। ওইদিন গুলিবিদ্ধ হওয়া আব্দুল মতিন বাদী হয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) মামলা দায়ের করেছেন। এতে ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার সঙ্গে ৪ আগস্ট শহরের মাদাম ও তমিজ মার্কেট এলাকায় মুখোমুখি হামলা-সংঘর্ষ ও গোলাগুলি হয়। এসময় তমিজ মার্কেটের বাসার ছাদ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন টিপু আন্দোলনকারীদের প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও ফেসবুক ছড়িয়ে পড়ে। এতে ৪ ছাত্র নিহত হয়। উত্তেজিত লোকজন টিপুর বাসায় হামলা, আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে টিপুর বাসা থেকে পালানোর সময় ৮ জনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং টিপুর অনুসারী হিসেবে পরিচিত। টিপু লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র আলোচিত প্রয়াত আবু তাহেরের মেঝ ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল