মেহেরপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, টিটিসি'র প্রিন্সিপাল আলিফ হোসেন তালুকদার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ প্রমুখ ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ