টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের গুল্যা নামক স্থান থেকে অভিজিত কুমার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের পাশে গুল্যা নামক স্থানে যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যুবকের প্যান্টের পকেটে তার জন্মসনদ ও সার্টিফিকেট দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তার প্যান্টের পকেটে থাকা কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়। এলাকার মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। যুবকের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই