বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে ছাত্রশিবির ফেনী জেলা ও শহর শাখার উদ্যোগে এই র্যালিটি ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে একত্রিত হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ছাত্র শিবিরের পথচলা সহজ ছিল না, অনেক লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দিন পার করতে হয়েছে। শত শহীদের রক্তের পরও ইসলামী ছাত্র শিবির দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্বৈরাচার হাসিনা সরকারের পতনসহ দেশের ক্লান্তিলগ্নে শিবির এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এসময় প্রতিষ্ঠার পর থেকে শহীদ হওয়া শিবির নেতাকর্মীদের স্মরণ করে আবেগাপ্লুত হন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ এসএম আবু মুসা, জেলা সভাপতি আবু হানিফ হেলাল, জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান, শহর সভাপতি ওমর ফারুক, শহর সেক্রেটারি সফিকুল ইসলাম ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট জামাল উদ্দিনসহ অন্যান্যরা।
বিডিপ্রতিদিন/কবিরুল