বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম ও জেলা সুইমিংপুল পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি এটি পরিদর্শনে আসেন। বগুড়া জেলার ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ দুটি স্থাপনা সংস্কারের জন্য তাঁর এই সফর বলে জানা গেছে।
পরিদর্শন শেষে যুগ্ম সচিব জোবায়েদ হোসেন বলেন, বৈষম্যহীন বাংলাদেশে বর্তমান অন্তবর্তী সরকার ক্রীড়াঙ্গনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং সুইমিংপুলের সংস্কারের জন্য তাঁর দপ্তর থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে বগুড়ার এই স্টেডিয়াম ও সুইমিংপুলকে অবহেলিত করে রাখা হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের কোথাও কোন বৈষম্য থাকবে না। এই স্টেডিয়ামের দীর্ঘ ১৮ বছর নানা অনিয়ম আর দুর্নীতির কারণে ফ্লাড লাইট জ্বলেনি। আমরা দ্রুতই চেষ্টা করব সংস্কার করে বগুড়াবাসী ও ক্রীড়াপ্রেমীদের স্বপ্ন বাস্তবায়ন করতে।
এ সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ