দীর্ঘ বিরতির পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঐতিহ্যবাহী চাতলপাড় চৌদ্দমাদল মেলা আবারও প্রাণ ফিরে পেয়েছে। শতবর্ষের বেশি পুরোনো এই মেলাটি কোভিড-১৯ মহামারির কারণে কয়েক বছর বন্ধ ছিল। এবার মেলায় যোগ হয়েছে মানবিকতার ছোঁয়া—‘রক্তের বন্ধন চাতলপাড়’-এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন। শতাধিক মানুষ এখানে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন এবং নতুন সদস্য হিসেবে এই মানবিক সংগঠনে যুক্ত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) মেঘনা নদীর তীরবর্তী চাতলপাড় কলেজ মাঠে আয়োজিত হয় এই মেলা। স্থানীয় বাসিন্দারা জানান, এটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে আয়োজিত নয়; এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য আনন্দ উৎসব। মেলায় বসে প্রায় শতাধিক দোকান—বাহারি খাবার, বাচ্চাদের খেলনা, মেয়েদের সাজসজ্জার সামগ্রী এবং গৃহস্থালির নানান পণ্যে ভরে ওঠে পুরো এলাকা।
পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত রায় বলেন, “কোভিডসহ বিভিন্ন কারণে মেলা বন্ধ ছিল। এবার এলাকাবাসীর সহযোগিতায় মেলাটি সফলভাবে আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।” সাধারণ সম্পাদক অরূপ রায়ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এটি আমাদের ঐতিহ্য, যা সবাই মিলে ধরে রাখতে চাই।”
মেলায় আয়োজিত ফ্রি ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চাতলপাড় ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এম. এ. মোনায়েম, মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন, আজকের বাংলা পত্রিকার সহযোগী সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, রক্তের বন্ধন চাতলপাড়-এর উপদেষ্টা ফিরুজ আহমদ, সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক কাউছার হোসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবুল খায়ের আনছারী, পৃষ্ঠপোষক মীর আব্দুল মতিন আনছারী, সিনিয়র স্বেচ্ছাসেবী ডাঃ আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী বায়েজিদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক পিয়াস ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক উম্মে খাদিজা, স্বেচ্ছাসেবী মুন্না হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ নিজাম উদ্দিন আনছারী এবং সিনিয়র স্বেচ্ছাসেবী মিনহাজ মামুন।
বিডি প্রতিদিন/আশিক