বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা নৌ ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সারিয়াকান্দি থানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস এবং সদর ইউনিয়নের দিঘলকান্দি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি বলেন, সারিয়াকান্দিতে নৌ বন্দর হলে যমুনা নদী ভাঙন কমে যাবে। এখানে ২০২২ সালে অনেক গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ করা হলেও ২০২৪ সালেই সেগুলো নদীতে বিলীন হয়ে গেছে। এতে সরকারের অনেক অর্থের অপচয় হয়েছে। এজন্য নদী ভাঙন রোধ করাটাকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ডিসেম্বরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। নৌ বন্দর স্থাপিত হলে এখানে নদী নিয়মিত ড্রেজিংয়ের মধ্যে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সহ-সভাপতি লাল মাহমুদসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
বিডি প্রতিদিন/এএম