কুমিল্লায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রেজিমেন্টের ক্যাম্পিংয়ের প্যারেড প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলার লালমাই সরকারি কলেজ মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনসিসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। প্যারেড এডজুডেন্ট ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনসিসি মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেন, জ্ঞান, শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবী এ তিনটি মূল মন্ত্রকে হৃদয়ে লালন করে সময় ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে বিএনসিসির কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আর্ত মানবতার সেবায় রক্তদান, নিরক্ষরতা দূরীকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ট্র্যাফিক নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ অভিযান, মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালিসহ বিভিন্ন কাজ করছে বিএনসিসির সদস্যরা। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে তারা।
তিনি আরো বলেন, সাম্প্রতিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর এলাকায় ময়নামতি রেজিমেন্টের ক্যাডেটরা সাহসিকতা ও পরিশ্রমের সঙ্গে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তারা সুচারুভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।
জানা গেছে, বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের আওতায় ১০ জেলার ৫টি ব্যাটালিয়নে ৬টি কন্টিনজেন্ট রেজিমেন্টাল ক্যাম্পিং ও প্যারেডে অংশ নেন। এবারের ক্যাম্পিংয়ে অংশ নিয়েছে ৬০০ জন বিএনসিসি সদস্য। ১৪ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স। এবারের ক্যাম্পিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৬ বিএনসিসি ব্যাটালিয়ন। রানার আপ হয়েছে যুগ্ম ভাবে ৭ ও ৮ বিএনসিসি ব্যাটালিয়ন।
পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ক্যাডেট হয়েছেন ক্যাডেট আন্ডার অফিসার শান্ত দেবনাথ। মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্জেন্ট অনামিকা আক্তার অনন্যা। ক্যাম্পিংয়ে জুনিয়র ডিভিশনে
শ্রেষ্ঠ ক্যাডেট হয়েছেন ফাইভ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাডেট কর্পোরাল সালেহ সাইদ মারজুক।
অনুষ্ঠানে ফায়ারিং, ক্রীড়া, বিতর্ক ও সাংস্কৃতিক প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেয় বিএনসিসি সদস্যরা।
বিডি প্রতিদিন/মুসা