যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে খেজুর গুড়ের মেলা। বুধবার চৌগাছা উপজেলা প্রশাসন চত্বরে শুরু হওয়া এ মেলা তিনদিন চলবে।
চৌগাছায় তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলার প্রথম দিনেই দর্শনার্থী ও ক্রেতাদের ঢল নামে। বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, যশোরের খেজুরের গুড় ইতিমধ্যেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। যশোরের এই ঐতিহ্যকে সারাদেশে ছড়িয়ে দিতেই প্রতিবছর উপজেলা প্রশাসনের উদ্যোগে গুড় মেলার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি খেজুর গুড় উৎপাদনের সাথে যাতে আরও বেশি উদ্যোক্তা জড়িত হন, সেই চেষ্টা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে প্রতিবছর জমজমাট মেলার আয়োজন করা হয়। সেখানে দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর দর্শনার্থী যান। চৌগাছার এই গুড়ের মেলাকেও তিনি ওইরকম পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।
বিডি প্রতিদিন/এমআই