বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুণ বলেছেন, 'জনতার শেষ কথাই তারেক রহমান ও বিএনপির শেষ কথা। তাই ঘরে বসে পদ-পদবি বিক্রি করে মেহেরপুর জেলা বিএনপির কমিটি হবে না।'
আজ রবিবার সকালে মেহেরপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে 'জনতার রাষ্ট্র জনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের দাবিতে সবার আগে বাংলাদেশ' শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাসুদ অরুণ বলেন, 'শহীদ শামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা বিএনপির প্রতিটি কমিটি জনতার সামনে প্রকাশ্যে হতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহার করতে হবে, সারের নায্য ব্যবস্থাসহ চালডালের দাম কমাতে হবে।'
সমাবেশ শেষে মাসুদ অরুণের নেতৃত্বে একটি মিছিল মেহেরপুর শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে এসে শেষ হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ