হবিগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত ও ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্থানীয় নিউফিল্ড মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের মোহাম্মদ সালাউদ্দিন। নামাজ শেষে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজে সংগঠনের সভাপতি রইছ মিয়া, সহসভাপতি মাহবুবুর রহমান আওয়ালসহ নেতারা উপস্থিত ছিলেন।