জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ চারজনের পরিবার ও আহত ২০ জনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদের উপহারসহ আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে তারা নিহত ও আহত হন। শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় তাদের বাড়িতে গিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। আর্থিক অনুদান ও ঈদ উপহার পৌঁছে দিয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আপনাদের সবার তথ্যই তারেক রহমানের কাছে আছে।