ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষদের ৫ টাকায় ঈদবাজার দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। সংগঠনটির আয়োজনে গতকাল জেলা স্কুল বড় মাঠে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সহায়-এর প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম শরিফ, সভাপতি লিফাত আলম, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর। সহায় বাজার থেকে সহায়তা নেওয়া জয়নাল ইসলাম বলেন, আজ অনেক খুশি। ভেবেছিলাম এবার ঈদে সন্তানদেও সেমাই খাওয়াতে পারব না। এদের সহযোগিতায় শুধু সেমাই না, পোলাও মাংস খাওয়াতে পারব। আম্বিয়া, নিলুফাসহ কয়েজন বলেন, সেমাই, চিনি, চাল, মুরগি অনেক কিছু দিছে মাত্র ৫টায়। আমরা অনেক খুশি। আল্লাহ তাদের ভালো করুক।
আরাফাত হোসেন সাগর বলেন, আমরা সবসময় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করি। আমাদের এখানে বিদেশ থেকে অনেকে সাহায্য পাঠান। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন- এ উদ্যোগকে সাধুবাধ জানাই। জেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।