নাটোরে পুকুরে মাছ ধরতে গিয়ে চারটি শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে চারটি শর্টগান, ১টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান। বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেছেন, দুই কিশোর শুক্রবার সকালে ওই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল। হঠাৎ একটি বড়শি পানির নিচে আটকে গেলে তাদের একজন পানিতে নামে। সেখানে দেখতে পায় বড়শিটি একটি কম্বলের সঙ্গে আটকে আছে। পরে কম্বলটি পানির উপারে তুললে এর মধ্যে ১টি ইয়ারগান ও ১টি দোনালা বন্দুক দেখতে পায় তারা। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ এগুলো জব্দ করে।
পরে নাটোর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে আরও চারটি শর্টগান উদ্ধার করে।