সুনামগঞ্জে অন্তত ২০ জন পথশিশুর হাত মেহেদির রঙে রাঙিয়েছে শিক্ষার্থীরা। সুবিধাবঞ্চিত এসব শিশুর সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে এমন উদ্যোগ তাদের। এর আগের ঈদগুলোতেও একই উদ্যোগ নিয়েছিল তারা। মেহদির রঙে হাত রাঙানোর সুযোগ পেয়ে যারপরনাই আনন্দিত পথশিশুরা। খুশির ঝিলিক উপচে পড়ছে তাদের চেহারায়। শিশুরা জানায়, মেহেদি রাঙানো হাতে ঈদের দিন অনেক আনন্দ করবে তারা। গতকাল বিকালে শহরের রিভারভিউ পার্কে পথশিশুদের হাতে মেহেদি পারানোর এই ব্যতিক্রমী আয়োজন করে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স নামের একটি সংগঠন। সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করছে তারা।
সুবিধাবঞ্চিত শিশু মেঘনা বলে, ‘আপুরা আমার হাতে মেহেদি লাগিয়ে দিতেছে। আমার অনেক ভালো লাগতেছে। ঈদের দিন অনেক মজা করব।’
ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্সের জেলা কমিটির সহ-সভাপতি নাজমুস সালেহীন জানায়, ‘আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকি। প্রতিবছর ঈদে আমরা তাদের নিয়ে মেহেদি উৎসবের আয়োজন করে থাকি। আমাদের লক্ষ্য হচ্ছে, যে সব শিশু ঈদে মেহেদি লাগানোর সুযোগ পায় না, তাদের হাতটাকে রাঙিয়ে দেওয়া, যাতে তারা ঈদের খুশি অনুভব করতে পারে।’
সংগঠনের সভাপতি শেখ উম্মে মহুয়া জানায়, ‘ঈদের আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করতে আমাদের এই উদ্যোগ। মেহেদি লাগানোর পরে সুবিধাবঞ্চিত শিশুরা খুশি দেখে আমরা উচ্ছ্বসিত হই।’