হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদের জামাত নিয়ে বাগ্বিতন্ডার জেরে ছুরিকাঘাতে আবদুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম সদরঘাট দক্ষিণপাড়ার মওদুদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার অধিকাংশ লোক দক্ষিণপাড়ায় অবস্থিত ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। শুক্রবার রাতে তারাবি নামাজের পর ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার মুরুব্বিরা জড়ো হন। আলোচনাকালে দক্ষিণপাড়ার মওদুদ মিয়ার ছেলে আবদুল কাইয়ুমের সঙ্গে কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়ার বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে কাইয়ুমকে ছুরিকাঘাত করেন মোজাহিদ। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জেনেছি গ্রামে ঈদ জামাত নিয়ে আলোচনা কেন্দ্র করে ছুরি মেরে একজনকে হত্যা করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।