ঈদে পর্যটকদের বরণে প্রস্তুতি নিচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রসংশ্লিষ্টরা। হোটেল-মোটেলসহ বিনোদন কেন্দ্রগুলো সাজাতে ব্যস্ততা বেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, খাগড়াছড়িতে প্রতিদিনই কমবেশি পর্যটকের আগমন ঘটে। ঈদে পর্যটন বা বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের সমাগম হয় দিগুণ। ঈদের বাকি আর বেশি দিন নেই। তাই হোটেল-মোটেল, পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত সময় পার করছেন মালিক-শ্রমিকরা। রোজায় পর্যটক কম হওয়ায় এ খাতে কিছুটা ভাটা পড়েছিল। তবে ঈদ ঘিরে আবারও পর্যটন খাতে প্রাণসঞ্চার হওয়ার আশা করছেন হোটেল-মোটেল ও পর্যটন কেন্দ্র-সংশ্লিষ্টরা। ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ জাহিদুল কবির জানান, এবার ঈদে ৯ দিন ছুটি। বিনোদন কেন্দ্রে পুলিশের পাশাপাশি একটি মোবাইল টিম থাকবে। জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন কাজ করছে।