ঈদের কেনাকাটা শেষ হয়েও যেন হলো না শেষ। টুপি আর সুগন্ধি কেনা এখনো অনেকের বাকি। তাই রমজানের শেষদিকে এসে মানুষ ভিড় করছেন আতর, টুপি ও জায়নামাজ কিনতে।
ফেনী শহরের অভিজাত বিপণিবিতানগুলোর আউটলেট থেকে শুরু করে জহিরিয়া মসজিদ, বড় মসজিদ মার্কেট, ট্রাংক রোড ও রাজাঝির দিঘির পাড়ে আতর-টুপির দোকানগুলোতে আসছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ক্রেতা-বিক্রেতায় জমজমাট হয়ে উঠেছে আতর-টুপির বাজার।
রাজাঝির দিঘি পাড়ের টুপি বিক্রেতা আউয়ুব নবী জানান, এবার ঈদে তিনি এসব পণ্য বিক্রির জন্য লক্ষাধিক টাকা বিনিয়োগ করেছেন। রমজানের শুরু থেকেই মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। ২৭ রমজানের পর বিক্রি বেড়েছে কয়েকগুণ। ফেনী বড় মসজিদ মার্কেটের আতর বিক্রেতা মুনির হোসেন বলেন, কয়েক বছরের তুলনায় এবার আমাদের বিক্রি বেড়েছে। প্রথম রোজা থেকেই প্রতিদিন ক্রেতার উপস্থিতি ছিল। দরবার, গোলাপ, বেলি, কস্তুরী, সুলতান, বুরুট, সালমা ইত্যাদি আতর বেশি বিক্রি হচ্ছে। দেশি আতরের পাশাপাশি কম্বোডিয়া, ভারত, বুলগেরিয়া, দুবাই, ফ্রান্স, সৌদি আরব থেকে আতর বেশি আসে আমাদের এখানে। বিভিন্ন ব্র্যান্ডের আতর বিক্রি হচ্ছে। জহিরিয়া মসজিদের সামনে ছেলেকে নিয়ে আতর কিনতে আসা মাহি খান বলেন, পরিবারের সবার জন্য আতর ও টুপি কিনেছি। অন্যবারের চেয়ে এবার আতরের দাম বেশি। তারপরও নিতে হবে। কারণ, বছরের একটা দিন সবাই নতুন জিনিস ব্যবহার করতে চান। ট্রাংক রোডের ফুটপাতে আসা ক্রেতা নুর হোসেন বলেন, ঈদের পোশাক কেনার পর টুপি-আতর না কিনলে কেনাকাটা পূর্ণতা পায় না।