ঈদ উৎসবকে আরও স্টাইলিশ ও আরামদায়ক করতে বাটা নিয়ে এসেছে নতুন "স্টারলাইট" কালেকশন। ক্ল্যাসিক ও আধুনিক ডিজাইনের এই জুতোগুলো ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।
নারীদের জন্য ক্রিস্টাল ট্রেন্ডিং হিল ও আরামদায়ক স্যান্ডেল, আর পুরুষদের জন্য ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও এক্সক্লুসিভ লেদার রেঞ্জসহ নানা ডিজাইন থাকছে এই কালেকশনে। শিশুদের জন্যও থাকছে বিশেষ কালেকশন।
বাটা জানিয়েছে, এই কালেকশনের জুতো সবার সাধ্যের মধ্যে রাখার জন্যই মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটায় থাকছে বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধা।
ঈদকে সামনে রেখে বাটার অনলাইন প্ল্যাটফর্মে আরও ১,০০০-এর বেশি নতুন ডিজাইন যোগ হয়েছে। অনলাইন ক্রেতাদের জন্য থাকছে সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং সুবিধা। দেশজুড়ে বাটার ২৫০টিরও বেশি আউটলেটে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে স্টারলাইট কালেকশন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ