চুলের সব সমস্যার সমাধানে জুঁই এনেছে এক অভিনব সমাধান, জুঁই মাল্টি-ভিটামিন অয়েল। এই অয়েলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে ফ্ল্যাক্সসিড (তিসি) ও সেসামি সিড (তিল)। এতে রয়েছে ভিটামিন 'এ', 'ডি' ও 'ই', যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে।
ভিটামিন 'এ' চুলের আগা ফাটা কমায়, ভিটামিন 'ডি' চুলের ফলিকল বৃদ্ধিতে সাহায্য করে ও ভিটামিন 'ই' চুলের গোঁড়া মজবুত করে।
এই অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে:
• জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল – চুল পড়া কমায়
• জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল – নতুন চুল গজাতে সাহায্য করে
• জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল – চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল
নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানার জন্য জুঁই উপহার পাঠিয়েছে জনপ্রিয় তারকাদের কাছে। তাদের মধ্যে আছেন তানজিম সায়রা তটিনী, রাফিয়াত রশীদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি ও সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। আর চুলের যত্নে ভক্তদেরও জুঁইয়ের ওপর ভরসা রাখার কথা বলেছেন তারা।
জুঁই মানেই প্রাকৃতিক বিশুদ্ধতা, রোম্যান্স আর নস্টালজিয়া। জুঁই মানেই তেলের প্রতিটি ফোঁটায় চুলের জন্য ভালোবাসা। চুলের যত্নে জুঁই ভবিষ্যতেও আস্থার জায়গা ধরে রাখবে এটাই সবার প্রত্যাশা।
বিডি প্রতিদিন/এডিআর