সারাদেশে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজ, দখলদারিত্বের ঘটনা ঘটছে। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো আগামীতে এই নারায়ণগঞ্জে কোনও ধর্ষক, চাঁদাবাজ, ছিনতাইকারী তৈরি যেন না হয় সেই ব্যবস্থা আপনারা নিবেন। এজন্য যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও সহযোগিতা লাগে সেজন্য আমরা সবসময় প্রস্তুত। নারায়ণগঞ্জের সকল মানুষ যেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে চলাচল করতে পারে।
ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে এই ছাত্রনেতা বলেন, ধর্ষকদের ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। ১৮০ দিন বা ১৯০ দিনের কথা বললে চলবে না, ধর্ষকের বিচার যেন দ্রুত করা যায় সেই ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর কমিটির আহ্বায়ক মাহফুজ খান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, মো. পিয়াল, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম, যুগ্ম সদস্য সচিব নাফিজা আক্তার, মুখ্য সংগঠক জাহিদুল হক বাধন, মুখপাত্র সরফরাজ হক সজীব, সহ-মুখপাত্র ফাহিমা তাসনিম, শারিয়ান আলায়না সাফা, মহানগর কমিটির মুখপাত্র জহিরুল ইসলাম, সহ-মুখপাত্র আজিজা তাসনিম, মুখ্য সংগঠক মো. আদর, সদস্য রোদেলা জাহান ও ত্রিশা ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ