বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সিলেট থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। ফলে বিপাকে পড়েন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনের যাত্রীরা। ট্রেনের টিকেট দেখিয়ে বিআরটিসি বাসে গন্তব্যে যাওয়ার সুযোগ দিলেও সিলেটের যাত্রীরা আগ্রহ দেখাননি।
কর্মবিরতির কারণে আজ মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামগামী কোন ট্রেন ছেড়ে যায়নি। সকালে অনেক যাত্রী স্টেশনে গিয়ে ফিরে আসেন। ট্রেন চলাচল বন্ধ শুনে তারা টিকেট ফেরত দিতে কাউন্টারে ভিড় করেন। কেউ কেউ ট্রেন ছাড়ার আশায় কয়েক ঘণ্টা স্টেশনে বসে সময় কাটান। যাদের গন্তব্যে যাওয়া জরুরি ছিল তাদের কেউ কেউ রওয়ানা হন বাসের কাউন্টারে। তবে অনেকেই যাত্রা বাতিল করে বাসা-বাড়িতে ফিরতে দেখা গেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ৬ টায় বিআরটিসির বাস পৌঁছায় সিলেট রেলওয়ে স্টেশনে। ঢাকাগামী কালনী এক্সপ্রেসের যাত্রীদেরকে টিকেট দেখিয়ে বাসে ওঠার আহ্বান জানানো হয়। কিন্তু যাত্রীদের সাড়া না মিলায় বাস ফিরে যায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, যারা কাউন্টার থেকে টিকেট কিনেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। আর যারা অনলাইনে টিকেট কেটেছেন তাদেরকে অনলাইলে রিফান্ড করতে বলা হয়েছে। সকালে কালনি এক্সপ্রেসের যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য বিআরটিসির বাস এসেছিল, কিন্তু যাত্রী না পেয়ে ফিরে গেছে।
বিডি প্রতিদিন/জামশেদ