কে-ক্র্যাফ্ট-এ ছোটদের ঈদ
ঈদ মানেই আনন্দ উল্লাস। শিশুদের উল্লাস নিয়ে খুশিতে থাকা, আর এ আনন্দ ছুঁয়ে যায় বড়দেরও। শিশুদের ঘিরেই যেন ঈদ আনন্দ। আর ঈদের কেনাকাটার শুরুতেই মাথায় আসে বাড়ির ছোট্ট সোনামণিটির কথা। তাই শিশুদের জন্য কে-ক্র্যাফটের ঈদ আয়োজনেরও কমতি নেই। ঈদ সামনে রেখে উৎসব ভিত্তিক পোশাক আয়োজনে মেয়ে শিশুদের জন্য থাকছে সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, পার্টি ফ্রক, টপস-পালাজো সেট, টপস-সারা সেট। ছোট ছেলেদের পোশাক আয়োজনে পাঞ্জাবি, হাফহাতা শার্ট, টিশার্ট এবং ফতুয়া। শিশুদের পছন্দ হবে বা ভালো লাগবে তাই প্রাধান্য পাচ্ছে এবার। এ ছাড়াও ছোট মেয়েরা বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালোয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শার্ট, ফতুয়া থাকবে বরাবরের মতো।
রঙ বাংলাদেশ-এ ঈদ পোশাক
প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ থিম ভিত্তিক কালেশনে মনোযোগ দিয়েছে। আন্তর্জাতিক ফোরকাস্ট আর দেশি উৎসবধর্মী রঙের মিশেলে তৈরি নির্ধারিত কালার প্যালেটের এই থিম নির্ভর আইডিয়ার সঙ্গে দেশি সংস্কৃতি, প্রকৃতি, আবহাওয়া, কাপড়ের আরাম, রঙ, বুনন এবং টেকসইয়ের দিকেও পূর্ণ মনোযোগ ও যত্নের ছাপও লক্ষণীয় দেশের শীর্ষস্থানীয় এ ফ্যাশন হাউসের ঈদের পণ্যে। এবারের সংগ্রহে আছে : মেয়েদের- শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রিপিস। ছেলেদের- পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট।