ঘুরেফিরে পোশাক ডিজাইনে আসে সেই আগের লুক। কিন্তু বৈচিত্র্য কিছু থাকাটাই সময়ের ধর্ম। দৈর্ঘ্যপ্রস্থেও থাকে তার ছোঁয়া। কখনো গোড়ালি ছুঁইছুঁই, কখনো হাঁটুর ওপরে আবার কখনো হাঁটুর নিচে কামিজ পরাটা ট্রেন্ড। পাশ্চাত্য বা প্রাচ্য যা-ই হোক, কুর্তি-কামিজের প্রতি ঝোঁকটা কিন্তু মেয়েদের রয়েই গেছে। বারবার ঘুরেফিরে বিভিন্ন কাটিংয়ের এসব সালোয়ার-কামিজে স্বস্তি খুঁজে পাচ্ছেন এ সময়ের ফ্যাশনসচেতন তরুণীরা। কোনো অনুষ্ঠানে যাওয়া বলুন আর বেড়াতে যাওয়া বলুন ভিন্ন ডিজাইনের পোশাক হিসেবে প্রথমেই গুরুত্ব পাচ্ছে।
এ বছর মেয়েদের ঈদ পোশাকে ছাপা ও সুতার নকশা, জারদৌসির কাজ আর চুমকি বেশি প্রাধান্য পেয়েছে। উৎসবের পোশাকগুলো একটু বর্ণিল করার চেষ্টা থাকে। ডিজাইনারদের মধ্যে। দেখা যাচ্ছে সেই ধারাও।
কে ক্রাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমদু খান জানালেন, ‘এবার মেয়েদের সব পোশাকেই রং আর নকশার উজ্জ্বলতা দেখা যাচ্ছে। জমকালো কাজ করা কামিজের চাহিদা এ সময় বেশি থাকে। এ জন্য কামিজে কারচুপি, চুমকির কাজ করা হয়েছে। পোশাকে স্ক্রিন ও ডিজিটাল প্রিন্টের সাহায্যে নকশা ফুটিয়ে তোলা হয়েছে।’
পোশাকের বৈচিত্র্য বাড়াতে গলা, হাতার ওপর সুতার বুননে কাচ বসানো হচ্ছে। এতে পোশাকগুলো হয়ে উঠছে আরও জমকালো। পোশাকের ওপর চুমকির কাজেও নতুনত্ব এসেছে ঈদ পোশাকে। কামিজ, কুর্তি, টিউনিক, টপের হাতার প্যাটার্ন ও কাটেও বৈচিত্র্য এনেছেন ডিজাইনাররা। কাঁধ থেকে সরু হয়ে এসে নিচের দিকে ফাঁপা কাটের হাতার চল চলছে বেশি। জামার গলায় রয়েছে হাতের ভারী কারুকাজ। একই কাজ হাতা ও নিচের অংশে যোগ করা হয়েছে। যাঁরা পশ্চিমা ধাঁচের পোশাক পরতে পছন্দ করেন তাঁরা শার্ট কাটের টপস বেছে নিতে পারেন। লম্বা কলারের শার্ট ঢিলা প্যান্টের সঙ্গে ওয়েস্টার্ন লুক এনে দেবে। ভিন্ন স্টাইলের কামিজের মধ্যে রয়েছে ফ্রক ধাঁচের কামিজ, গাউন ছাঁট, ঘেরে আনারকলি, সামনে শেরওয়ানি ইত্যাদি।
কে-ক্র্যাফটের স্বত্বাধিকারী খালেদ মাহমুদ খান আরও বলেন, যেহেতু ঈদ হচ্ছে গরমে তাই উপাদান, রং, নকশা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আরামের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। ভারী নকশার কামিজের চেয়ে হালকা নকশাই ক্রেতারা বেশি বেছে নিচ্ছেন। পাশাপাশি নকশাহীন আরামদায়ক কাপড়ের আনারকলি ছাঁটের কামিজ যেন হয়ে উঠছে নতুন ট্রেন্ড।
আর পোশাকের রঙের ক্ষেত্রে এ বছর হালকা রং বেছে নেওয়া হয়েছে। বেশি গুরুত্ব পেয়েছে সাদা। পাশাপাশি হালকা গোলাপি (লাইট পিংক), পিচ, কমলার (অরেঞ্জ) মতো রং।