বেশ কদিন হলো বিদায় নিয়েছে শীত মৌসুম। এরই মধ্যে বাসন্তী হাওয়ায় বাড়ছে গরমের উত্তাপ। ধীরে ধীরে বাংলায় বাড়ছে গরমের তীব্রতা। পাশাপাশি চলছে পবিত্র রমজান মাস। অর্থাৎ কদিন বাদে হাজির হবে- মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ। এ সময় ছোটবড় সবাই ঈদের সাজে সাজিয়ে তুলবে নিজেকে। চৈত্র্যের খরতাপ গরমে আরামদায়ক পোশাকের দিকেই নজর থাকে সবার। তবে তা হওয়া চাই রংবেরঙের এবং ডিজাইনে থাকতে হবে নতুনত্ব। সারা দিনের কাজ শেষে ঘরোয়া আয়োজনে বা ঈদের বিকালে পরার জন্য টি-শার্টের তুলনা নেই।
টি-শার্ট কেবল ঘরোয়া আয়োজনেই নয়, বরং ঈদের দিনের বিকালের জন্যও বেশ উপযোগী। গরমে আরামদায়ক এবং ফ্যাশন সম্পর্কে ধারণাও ফুটিয়ে তোলে এটি। এর কাপড় সাধারণত হালকা এবং শ্বাস-প্রশ্বাস নেওয়া যায় এমন হওয়ায় সারা দিন আরাম বজায় থাকে। কিছুটা ঢিলেঢালা হওয়ায় সহজেই বাতাস চলাচল করতে পারে, আর গোলাকার গলার ডিজাইন পরার সময় আরাম দেয়। টি-শার্টের সঙ্গে ডেনিম, চিনো বা ক্যাজুয়াল প্যান্ট পরলে ক্যাজুয়াল আউটলুকে আসে আলাদা মাত্রা। চাইলে জ্যাকেট বা শার্ট দিয়ে লেয়ারিংও করা যায়। ক্যাজুয়াল, ফরমাল বা ইনফরমাল যে কোনো আয়োজন কিংবা উৎসবেই হালের টি-শার্ট অনায়াসে মানিয়ে যায়।
বর্তমানে টি-শার্টের রং ও ডিজাইনে এসেছে বৈচিত্র্য। স্ট্রাইপ, গ্রাফিক প্রিন্ট, ক্যালিগ্রাফি এবং ট্রেন্ডি কোটস ছাড়াও হাতের কাজের টি-শার্টও পাওয়া যাচ্ছে। সুতি ও লিলেন কাপড়ের টি-শার্ট এবার বেশি চলছে। ক্রেতারাও গরমের কথা ভেবেই বেছে নিচ্ছে এমন কাপড়। রঙের ক্ষেত্রে গোলাপি, নীল, সাদা, লেবু, হলুদ, কমলা, ছাই বা সবুজ চলছে। আর প্যান্টের ক্ষেত্রে জিন্সের প্যান্টই দখল করে আছে বড়সড় জায়গা। এর পাশাপাশি ক্যাজুয়াল লুকের গ্যাবার্ডিন প্যান্ট থাকছে। অনেকেই সাদা টি-শার্টে নিজের পছন্দের গানের লাইন বা বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে লেখা ডিজাইন করিয়ে নেন। হাতার দিকেও এখন বিভিন্ন ডিজাইন পাওয়া যায়। হাতার দিকেও বর্তমানে ডিজাইন করা হয় টি-শার্টে। সময়ের সঙ্গে সঙ্গে পছন্দের দিকেও এসেছে পরিবর্তন। আগে একরঙা টি-শার্টের চাহিদা থাকলেও এখন রঙের এবং প্রিন্টের বৈচিত্র্য জনপ্রিয়। রঙের ক্ষেত্রে এখন অনেক রঙের দেখা মিলে টি-শার্টে। স্ট্রাইপ কিংবা পছন্দের আর্টিস্টের ছবি কিংবা রক মিউজিকের আদলে তৈরি টি-শার্টের কদর বাড়ছে দিন দিন।
ঈদ উৎসবে যদি আরাম ও স্টাইল একসঙ্গে চান, তবে টি-শার্ট হতে পারে সেরা পছন্দ। তরুণ প্রজন্মের জন্য এটি কেবল একটি পোশাক নয়, বরং তাদের ব্যক্তিত্ব এবং ফ্যাশন সম্পর্কে ধারণার প্রতিফলনও বটে। সুতরাং, এই ঈদে টি-শার্টের কালেকশনে আনুন বৈচিত্র্য, সাজান নিজেকে।