মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন এক রহস্যময় ভেন্যু। গতকাল এই মাঠেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রেকর্ড গড়ে ৪২২ রান করেছিল, যা দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান।
কিন্তু মাত্র এক দিনের ব্যবধানে যেন বদলে গেল মিরপুরের পিচ! আজ (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের শেষ দিনে শাইনপুকুর ক্রিকেট ক্লাব মাত্র ৬৯ রানেই অলআউট হয়ে গেল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।
দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন মইনুল ইসলাম তন্ময়। বাকিরা কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। রূপগঞ্জের বোলারদের সামনে শাইনপুকুরের ব্যাটিং লাইনআপ যেন একরকম ধসে পড়ে।
বোলিংয়ে রূপগঞ্জের হয়ে রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম ৩টি করে উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান ২টি উইকেট শিকার করেন।
মাত্র ৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় রূপগঞ্জ। ওপেনার তানজিদ হাসান তামিম ৩৫ রান ও সাইফ হাসান ৩৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এভাবে একই মাঠে একদিনের ব্যবধানে দুই ভিন্ন ধরনের ম্যাচ হওয়ায় ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগছে—মিরপুরের পিচ কি ব্যাটিং স্বর্গ নাকি বোলিং দুঃস্বপ্ন?
বিডি প্রতিদিন/আশিক