বিপিএল চলাকালে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বিরুদ্ধে। যদিও এরপর তার ম্যাচ খেলা কিংবা বোলিং করায় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। বিপিএলের ফাইনালেও তিনি চিটাগাং কিংসের হয়ে খেলেছেন। তবে তার বোলিংয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল, সেটি কেটে গেছে আজ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-এ বাংলায় পরীক্ষা দিয়ে তাদের সন্দেহকে ভুল প্রমাণ করলেন সানি। তবে বিসিবি থেকে জানানো হয়েছে, এরপর আবারও যদি সানির বোলিং অ্যাকশন নিয়ে কোনো সন্দেহ জাগলে তবে তাকে দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে।
এবারের বিপিএলে ১১ ম্যাচে ৮.১৭ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেন সানি। সানির পাশাপাশি বিপিএলে চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামও বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ উঠেছিল। আলিসও মিরপুরে পরীক্ষা দিয়ে বৈধতা পেয়েছেন।
এর আগে, ২০১৫ সালে জাতীয় দলে থাকা অবস্থায় একবার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জেগেছিল। সেবার পরীক্ষা দিয়ে পাস করেছিলেন সানি। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
বিডি প্রতিদিন/মুসা