ব্র্যাক ব্যাংক মহিলা ডেভেলপমেন্ট হকিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মেয়েরা শিরোপার উৎসব করেছে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে বিকেএসপি ৮-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে। একতরফা এ ম্যাচে প্রথম কোয়ার্টারে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়েছিল। কিশোরগঞ্জের মেয়েরা কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ম্যাচে ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন অধিনায়ক অর্পিতা পাল। তিন মিনিট পর ফের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ হয়। এবার গোলদাতা আইরিন আক্তার রিয়া। ১৪ মিনিটে ফিল্ড গোল করেন জাকিয়া আফরোজ রিমা। অর্পিতা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। প্রথম কোয়ার্টারে শেষ ও দলের শেষ গোল করেন তন্নী খাতুন। দ্বিতীয় কোয়ার্টারে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বিকেএসপি। তবে গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে হ্যাটট্রিক করেন আইরিন আক্তার রিয়া।
এর আগে রাজশাহী জেলাকে ৪-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করে যশোর। বিজয়ী দলের অধিনায়ক সোনিয়া আক্তার ২, মরিয়ম ও প্রিয়া খাতুন একটি করে গোল করেন।