ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকিতে গোল উৎসবে মেতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মেয়েরা। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৬-০ গোলে কুমিল্লা জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের তাবাসুম আকতার মালিকা ৪, নাদিয়া তালুকদার ইমা ২, আইরিন আক্তার ২, অর্পিতা পাল, কণা আক্তার, ফাতেমা তুজ জোহরা, সুমাইয়া আক্তার সুমি, সানজিদা আক্তার সনি, নলিদী বড়ুয়া ও তন্নী খাতুন ১টি করে গোল করেন।
দিনের আরেক ম্যাচে ঝিনাইদহ ৩-২ গোলে কিশোরগঞ্জ জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের রিভা খাতুন, সৃষ্টি রায় ও রানী খাতুন ১টি করে গোল করেন। বিজিত দলের রিনি আক্তার ও শারমিন আক্তার গোল করেন।