আর্মি পরিবারের সন্তান ১৭ বছর বয়সি জারিফ আবরার। মা সাবিহা শবনম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। ছেলেকে পড়াশোনায় মন দিতে বললেও শেষ পর্যন্ত টেনিসকে ধ্যানজ্ঞান করেন জারিফ। এতে অবশ্য বাবা মেজর (অব.) সাজমুল হকের আশকারাই ছিল। তিনি খেলতেন আর্মি ফুটবল (অধিনায়ক), টেনিসসহ বিভিন্ন খেলা। বাবার কাছেই ২০১৫ সালে হাতেখড়ি তার। বাবার খেলা দেখে টেনিসের প্রতি তার আগ্রহ তৈরি হয় বলে জানান বর্তমানে যুক্তরাষ্ট্রে টেনিস নিয়ে পেশাদার প্রশিক্ষণরত এ তারকা। প্রথমে বাধা দিলেও শিক্ষক মা মেনে নিয়েছেন ছেলের ভবিষ্যৎ। জারিফ জানান, প্রশিক্ষণের পাশাপাশি পড়ালেখাও করছেন অ্যাসেলাস একাডেমির এক্স গ্রেডে। তবে টেনিস শেখাই তার মুখ্য। ২০২৩ সাল থেকে ‘হোবসন পারফরম্যান্স টেনিস একাডেমি’তে অ্যাসলে হোবসনের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। হোবসন তাকে পর্যবেক্ষণ করে ডেকে নিয়েছেন। জারিফ বলেন, ‘আমার বায়োডাটা দেখে তিনি আগ্রহী হন। বিভিন্ন পজিশনের শট ভিডিও করে পাঠাতে বললে আমি পাঠালে তিনি আমাকে যুক্তরাষ্ট্রে যেতে বলেন।’ তার প্রথম কোচ বিকেএসপির শরিফুল ইসলাম টিংকু। জারিফ ২০২০-২২ সাল পর্যন্ত বয়সভিত্তিক জাতীয় টেনিস প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কায় জুনিয়র ডেভিস কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৬ খেলার মাধ্যমে আন্তর্জাতিক টেনিসে যাত্রা করেন। এরপর এশিয়ান জুনিয়র টেনিসের দ্বিতীয় রাউন্ড, আইটিএফ ডেভিস কাপ জুনিয়রে ছয় দেশকে হারিয়ে অপরাজিত ও জুনিয়র ওয়ার্ড টেনিস সিরিজে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউএসটিএ কমপিটিশন বয়েজ-১৬ সিঙ্গেলে (ক্লে কোর্ট একবারসহ) চারবার চ্যাম্পিয়ন হন ডান হাতি এ বাংলাদেশি তারকা। ইউএসটিএ কমপিটিশন বয়েজ-১৮ সিঙ্গেলের একবারের রানারআপ তিনি। তার ইউনিভার্সেল টেনিস র্যাংকিং ৯.২৩ (সিঙ্গেল)। সম্প্রতি বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত জাতীয় টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে জারিফ চ্যাম্পিয়ন হন। পছন্দ নোভাক জকোভিচকে। দেখা না হলেও দ্রুতই তার সঙ্গে দেখা করতে চান বাংলাদেশি এ খুদে তারকা। ছেলের সফলতার মাধ্যমে টেনিস অঙ্গনে বাংলাদেশের নাম উঠে আসার সম্ভাবনার কথা জানিয়ে সাজমুল হক বলেন, ‘এ প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়সাপেক্ষ। আন্তর্জাতিক পর্যায়ে উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ। কারণ ব্যক্তিগতভাবে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে এ ব্যয় বহন করা দুরূহ।’
শিরোনাম
- পঞ্চগড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ