পারফরম্যান্স নিয়ে প্রশংসা ও সমালোচনা হবেই। কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে এ নিয়ে সন্দেহ নেই। বিশ্বের সেরা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের অনেকে আছেন। সাকিব আল হাসান তো বিশ্বে অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠেছিলেন। তার মতো অলরাউন্ডার ক্রিকেটার বিশ্বে খুব কমই রয়েছেন। আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচে বাংলাদেশের কাছে পৃথিবীর সব দেশই হেরেছে। সিরিজও জিতে চলেছে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্রিকেটে অগ্রযাত্রা শুরু হয়। ১৯৯৯ সালে স্বপ্নের বিশ্বকাপে অভিষেক হয়। ২০০০ সালে টেস্টে খেলার মর্যাদা লাভ করে। ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল। টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। এশিয়া কাপে তিনবার ফাইনালও খেলেছে।
১৯৯৪ সালে ফারুক আহমেদের নেতৃত্ব দেওয়া আইসিসি ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি ঘটলে ক্রীড়াপ্রেমীরা শঙ্কায় ছিলেন বাংলাদেশ কখনো বিশ্বকাপ খেলতে পারবে কি না। সেই বাংলাদেশ ১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে। ক্রিকেটে বাংলাদেশ মানে এখন যে কোনো দলের কাছে ভয়ের কারণ। ওয়ানডে, টেস্ট কিংবা টি-২০তে ম্যাচ হারলেই সমালোচনা হয়। যোগ্যতা কোথায় নিয়ে গেছে যে, জয় ছাড়া বাংলাদেশ কোনো কিছুই বোঝে না।
প্রশ্ন হচ্ছে ক্রিকেট সামনে এগিয়ে যাওয়ার পেছনে বড় কারণটা কী। নিশ্চিতভাবে বলা যায় উত্তর বের করতে কারও আর চিন্তা করতে হবে না। দ্রুত বলে দেবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অবদানের কথা। শুরুতে যা প্রথম বিভাগ লিগ নামেই পরিচিত ছিল। বাংলাদশের যেসব তারকা ক্রিকেটার বের হয়েছে তা এসেছে প্রিমিয়ার লিগ খেলে। ঢাকার ক্লাবগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এ লিগ ঘরোয়া ক্রিকেটে সবচেযে মর্যাদাকর আসর। প্রিমিয়ার লিগকে ক্রিকেটের বাতিঘর বললেও ভুল হবে না। অসংখ্য বিশ্বখ্যাত ক্রিকেটারেরা এ লিগে খেলে গেছেন। যা হিসেব করে বের করাটা মুশকিল।
যে লিগ ঘিরে এত আলোচনা। সেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ থেকে মাঠে গড়াচ্ছে। এক সময় আসরের ভেন্যু ছিল ঢাকাতেই। তৎকালীন ঢাকা স্টেডিয়াম, আবাহনী মাঠ ও মিরপুর সিটি মাঠে ম্যাচ হতো। এখন বিকেএসপিতেও হচ্ছে। মাঝে অন্য জেলায় ঢাকার লিগ হয়েছে। আজ উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লড়বে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বর্তমান রানার্সআপ ঢাকা মোহামেডান ও গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। বিকেএসপির ৩ নম্বর মাঠে ম্যাচটি হবে। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক খেলবে রূপগঞ্জ টাইগার্স ক্লাবের বিপক্ষে। বসুন্ধরা গ্রুপ স্পন্সর করায় লিগের নাম হয়েছে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
লিগ ইতিহাসে সবচেয়ে সফল দল আবাহনী। সর্বোচ্চ ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছে। মোহামেডান সেখানে কি না ৯ বার। বিলুপ্ত হওয়া বাংলাদেশ বিমান শিরোপা জিতেছে ছয়বার। প্রিমিয়ার ক্রিকেট ঘরোয়া আসরে সবচেয়ে মর্যাদাকর। অথচ এ লিগের সৌন্দর্য ও গুরুত্ব আগের মতো নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কেন জানি প্রিমিয়ার ক্রিকেটকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। অথচ নতুন ক্রিকেটার সৃষ্টির লক্ষ্যে এ লিগ আকর্ষণীয় করার দায়িত্ব বিসিবিরই। মোহামেডান সবচেয়ে শক্তিশালী দল গড়লেও কে যে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। লিগে এবার পারিশ্রমিক খুবই কম। তারপরও পুরো টাকা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন ক্রিকেটাররা। তামিম ইকবাল বলেছেন আমরা স্যাক্রিফাইস করেছি। এখন পারিশ্রমিক নিয়ে নয়-ছয় করলে তা হবে দুঃখজনক।