বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। প্রতিযোগিতায় বিকেএসপি ২২টি স্বর্ণ, ১২ রৌপ্য ও তিনটি তামার পদকসহ মোট ৩৭টি পদক জয় করে। রাজশাহী বিভাগ দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও ছয়টি তামার পদকসহ মোট ১০টি পদক নিয়ে রানার্সআপ এবং নেপাল ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি তামার পদকসহ মোট ৬টি পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতার দ্রুততম মানব-মানবী হওয়ার গৌরব অর্জন করেন বিকেএসপির শিপন মিয়া ও আজমী খাতুন। এ ছাড়া প্রতিযোগিতায় বালক বিভাগে মো. তামিম হোসেন ব্যক্তিগত ৩টি স্বর্ণ পদক ও বালিকা বিভাগে তাসমিয়া হোসাইন ব্যক্তিগত ৪টি স্বর্ণ পদক নিয়ে শ্রেষ্ঠ অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।