বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল। দলটি এবারও শিরোপা ধরে রাখতে চাইছে। তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এবাদত হোসেন, রিশাদ হোসেন, ডেভিড মালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফদের নিয়ে গড়েছে দল। লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানদের ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়ে তুলে নিয়েছে ১১ ম্যাচে নবম জয়। বল বাকি ছিল ৮১টি। ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে তামিম বাহিনী। সমান সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রংপুর রাইডার্স। হেরে ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ১১ ম্যাচে ৩ জয়ে ৬। দুুপুরের ম্যাচে রংপুরকে ৫ উইকেটে হারায় চিটাগং কিংস। রংপুরের হার এবং চিটাগংয়ের জয়ে বিপিএলের প্লে অফে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় ঢাকার। ঢাকার এমন সমীকরণের ম্যাচটি অবশ্য গুরুত্বপূর্ণ ছিল ফরচুন বরিশালের জন্য। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক তামিম। ঢাকার দুই ওপেনার লিটন ও তানজিদ ১৩ রান যোগ করে বিচ্ছিন্ন হন ২.১ ওভারে। লিটনের বিদায়ের ধাক্কা সামলাতে পারেনি ঢাকা। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে ৭৩ রানে অলআউট হয়। দলটির পক্ষে দুই অঙ্কের রান করেন অধিনায়ক থিসারা পেরেরা, লিটন ও র্যানসফোর্ড। পেরেরা ১৭, লিটন ১০ ও র্যানসফোর্ড ১০ রান করেন। বরিশালের পক্ষে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম। তানভির ছিলেন দারুণ মিতব্যয়ী। বাঁহাতি স্পিনারের স্পেল ২-১-২-৩। নবীর স্পেল ৪-০-৯-৩। ফাহিম আশরাফের স্পেল ২.৩-০-১৫-৩। ৭৪ রানের টার্গেটে তৌহিদ হৃদয় ৯ বলে দুই ছক্কায় ১৫ রান করেন। খেলা শেষ করেন অধিনায়ক তামিম ও ডেভিড মালান অবিচ্ছিন্ন জুটি গড়ে। দুজনে জুটি গড়েন ৫৬ রানের। খেলা যখন শেষ হয়, তামিম অপরাজিত ছিলেন ২১ ও মালান ৩৭ রানে।
শিরোনাম
- পঞ্চগড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ