দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়কে চাপমুক্ত করতে অধিনায়কের দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। দায়িত্ব তুলে দিয়েছে তাসকিন আহমেদের কাঁধে। নতুন এ দায়িত্ব পেয়ে যেন আরও জ্বলে উঠলেন তাসকিন আহমেদ। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে শিকার করেছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। চলমান বিপিএলে তিনি ৯ ম্যাচেই শিকার করলেন ২০ উইকেট। বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড সাকিব আল হাসানের দখলে। ২০১৯ সালে তিনি ঢাকা ডাইনামাইটসের হয়ে ২৩ উইকেট শিকার করেছিলেন। তাসকিনের সামনে এখন এ রেকর্ড ভাঙার দারুণ সুযোগ। এখনো অন্তত তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। প্লে-অফ খেলতে পারলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে। গতকাল প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহীর বোলারদের সামলে চিটাগং কিংস ১৯১ রান করে ৮ উইকেটে। তাসকিন ও সানজামুল (৪ ওভারে ২৬) রান কম দিলেও বাকিদের ওপর চড়াও হন চিটাগংয়ের ব্যাটাররা। চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন নাইম ইসলাম। এ ছাড়া ২৮ বলে ৪৫ রান করেন গ্রাহাম ক্লার্ক। মিথুন ৩২, হায়দার ২৫ এবং রাহাতুল ১৬ রান করেন।