রংপুর রাইডার্স দুরন্ত। দলটার জয়রথ ছুটছেই। টানা ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে মজবুতভাবেই বসে গেছেন নুরুল হাসান সোহানরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের প্রথম ৫টা জয় ছিল দারুণ। তবে সবকিছুকে ছাপিয়ে যায় গত বৃহস্পতিবারের জয়। ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৭ রান তাড়া করে দারুণ এক জয় ছিনিয়ে আনে দলটি। শেষ ওভারে ৩০ রান করেন নুরুল হাসান সোহান। এমন ম্যাচ কালেভদ্রে দেখা যায় ক্রিকেটে। বিষয়টা ম্যাচের পরই স্বীকার করে গেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান। গতকাল বিষয়টি স্বীকার করলেন দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও।
টানা ছয় জয়ে রংপুর রাইডার্স বেশ আত্মবিশ্বাসী এক দল। গতকাল দলটির বেশির ভাগ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে। অনুশীলন করেছেন স্টিভেন টেইলর, কার্টিস ক্যাম্পফার এবং ইফতিখার আহমেদ। ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলও ছিলেন অনুশীলনে। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘এমন ম্যাচ সচরাচর দেখা যায় না। তবে আমরা ম্যাচটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।’ রংপুর রাইডার্সের টানা জয়ের রহস্য নিয়ে বলছেন, ‘আমাদের কোচ প্রত্যেককেই তার রোলটা বুঝিয়ে দিয়েছেন। সবাই সে অনুযায়ী কাজ করছে। তা ছাড়া আমরা যাদের দলে নিয়েছি, সবাই ভালো করছে। তবে সবকিছুতেই ভাগ্য লাগে। আল্লাহর রহমতে আমাদের ভাগ্যও ভালো।’ আজ সিলেটে বিপিএলের কোনো ম্যাচ নেই। রংপুর রাইডার্স সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ১৩ জানুয়ারি সন্ধ্যায় (খুলনা টাইগার্সের বিপক্ষে)। এরপরই শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব।