♦ রাজা নেমেছেন ক্রিকেট খেলতে। অন্য রাজ্যের এক অতিথি হলেন বোলার। বোলার বল ছুড়লেন, বল লাগল রাজার পায়ে। চিৎকার করে উঠলেন বোলার, ‘আউট দ্যাট!’
আম্পায়ার : জাঁহাপনা, আমার মনে হয়, এই মুহূর্তে প্রাসাদের অভ্যন্তরে গিয়ে রাজকার্যে মনোনিবেশ করা আপনার জন্য একান্ত জরুরি।
রাজা : কী বলছ, ঠিক বুঝতে পারছি না। সহজ করে বল।
আম্পায়ার : জাঁহাপনা আপনি আউট!
♦ মানুষ রাতে কেন বিছানায় যায়?
: কারণ রাতে বিছানা তার কাছে আসে না।
♦ পল্টু : বাবা, তুমি কি অন্ধকারে না দেখে লিখতে পার?
বাবা : কেন রে? কোথায় কী লিখতে হবে?
পল্টু : আমার রিপোর্ট কার্ডে তোমার নাম লিখতে হবে!
♦ পাঁচ হচ্ছে আমার লাকি নম্বর। সে জন্য রেসে পাঁচ নম্বর ঘোড়াটার ওপর বাজি ধরেছিলাম।
: নিশ্চয়ই সেটা দৌড়ে জিতেছে?
: না, সেটা পঞ্চম স্থানে এসেছে।